নিজস্ব প্রতিনিধি,
বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা
জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলের পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক
অনুষ্ঠিত হয়।পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত পাঁচটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান,
সচিব ও বিডিও সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে হয় এই বৈঠক।মূলত এই বৈঠক হল পঞ্চায়েত
সমিতি এলাকার জনগনের উন্নয়নে রাজ্য সরকার যে টাকা বরাদ্দ করেছে
তা কতটা ব্যয় করা হয়েছে। পাশাপাশি সময়ের আগে যেন জনগণের সেবায় সেই টাকা ব্যয় করা
হয় সেদিকে লক্ষ্য রাখা। বিভিন্ন ব্লকেও ইতিপূর্বে
বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত
সভাধিপতি বিশ্বজিৎ শীল জানায়,পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সবগুলো ব্লকের অবস্থা
মোটামুটি ভাল। আরো কিভাবে ভালো করা যায়, কাজে আরও কিভাবে গতি আনা যায়। তাড়াতাড়ি
সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা যায় সেদিকে নজর দিতেই আজকের এই বৈঠক। আগামী মার্চ মাসের
আগে যেন সব কাজ সম্পন্ন করা যা সেব্যাপারে সকলকে অবহিত করেন তিনি।
akb tv news
17.12.2025

.jpeg)