আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    বলা যায় নয়া মাইলফলক ভারত-ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’তে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ক মজবুত করতে ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য  নরেন্দ্র মোদিকে এই স্বীকৃতি দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।’ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নেওয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের।’ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফেও। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান তিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন।অনুষ্ঠান মঞ্চে সেদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, “দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবি আহমেদের নেতৃত্ব ও উদ্যোগ প্রশংসার দাবি রাখে।” একইসঙ্গে জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে মোদি বলেন, একশো বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। পাশাপাশি ইথিওপিয়ার সরকারের দেওয়া এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




















    akb tv news 

    17.12.2025



    3/related/default