আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবছরের চতুর্থ লোক আদালত অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবছরের চতুর্থ লোক আদালত অনুষ্ঠিত হয় শনিবার।ত্রিপুরার হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত জেলা ও মহকুমা আদালত পর্যন্ত অনুষ্ঠিত লোক আদালতে মোট ৩৪,৭০৯টি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য আদালতে উঠে। এই বছর চতুর্থ লোক আদালতে ৬০টি কার্যকরী বেঞ্চে শুনানির জন্য আসা মোট ৩৪,৭০৯টি মামলার মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণের ৩৩৭টি মামলা, ২২৬টি বৈবাহিক বিরোধের মামলা, ব্যাংক ঋণ পরিশোধের ৪২৫৫টি মামলা, বিরোধপূর্ণ বিএসএনএল বিলের ১৩৬১টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪০টি মামলা, দেওয়ানি বিরোধের ৪৯টি মামলা, জমি ১টি মামলা, টিএসইসি প্রকৃতির ণর না, ৭টি জিসি মামলা, পরিষেবা সংক্রান্ত ১০টি। মোট ২৮,৪১৯টি সালিশযোগ্য ফৌজদারি মামলা শুনানি এবং নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়।

     









    akb tv news 

    13.12.2025


    3/related/default