নিজস্ব প্রতিনিধি,
নয়া উদ্যোগ কেন্দ্রের। উচ্চ শিক্ষার আলাদা
আলাদা বিভাগকে এবার এক ছাতার নীচে আনতে চায় কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে মন্ত্রিসভায়
পাশ হয়ে গেল ‘বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল’। সংসদের শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ
হতে পারে সংসদে। অধিবেশনের শেষদিন হায়ার এডুকেশন কমিশন অব ইন্ডিয়া ২০২৫ (এইচইসিআই)
বিলটি পেশ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে জটিলতা
কাটাতে আলাদা আলাদা সংস্থার ঝঞ্ঝাট কমিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে একলপ্তে একটিই সংস্থা
তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই আইন ইউজিসি, এআইসিটিই ও এনসিটিই-র মত সংস্থাগুলিকে অবলুপ্ত
করে দিয়ে, উচ্চশিক্ষাকে একটিই সংস্থার নিয়ন্ত্রণাধীন করতে চায়। এত দিন ইউজিসি সাধারণ
উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রণ করত। এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল
ফর টেকনিক্যাল এডুকেশনের হাতে ছিল কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষা। এনসিটিই অর্থাৎ ন্যাশনাল
কাউন্সিল ফর টিচার্স এডুকেশনে নজর রাখতেন শিক্ষক শিক্ষণ। এখন এই সমস্তই চলে যাবে প্রস্তাবিত
জাতীয় উচ্চশিক্ষা কমিশনের তত্ত্বাবধানে। কেবল মেডিক্যাল ও আইন থাকবে কমিশনের আওতার
বাইরে।
akb tv news
13.12.2025

