আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আধুনিক ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শন করলেন মেয়র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    শহর সংলগ্ন নাগিছড়ায়  উদ্বোধন হয়েছিল আধুনিক ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড। শহরকে যানজট মুক্ত রাখতে বাজার এলাকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতে, রাজ্য সরকার ও পুর নিগম যৌথভাবে নাগিছড়ায় গড়ে তুলেছে এই “ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড।  বর্তমানে বহিরাজ্য থেকে থেকে আসা মাছ বোঝাই বড় গাড়ি গুলি নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয় এবং সেখান থেকে  ছোট গাড়ি করে শহরের বিভিন্ন বাজারে নিয়ে নিয়ে আসা হয়। দু'বছর ধরে চলছে এই প্রক্রিয়া। বর্তমানে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলি খতিয়ে দেখতে বুধবার সেই জায়গা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। মেয়র ছাড়ো এই পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার ডি কে চাকমা সেই এলাকার কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর ভট্টাচার্য সহ বিভিন্ন বাজারের প্রতিনিধিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান কিছু কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে যেমন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা , গার্ডের জন্য একটি রুম তৈরি করা সহ অন্যান্য কিছু সংস্কারের কাজ রয়েছে সেজন্যই এই পরিদর্শন। 














    akb tv news 

    10.12.2025

    3/related/default