নিজস্ব প্রতিনিধিঃ
ভুয়ো বোর্ডের মার্কশিটের অভিযোগে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা মন্ত্রী টিঙ্কু
রায়ের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা করেছিলেন কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা। এবিষয়ে
বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী টিংকু রায়।প্রতিক্রিয়ায়
তিনি বলেন, এগুলো যারা করেছে তারা বুঝবে।এটা রাজনৈতিক ইস্যু। এটা তারাই বলতে পারবে।
আর নিশ্চয় তা কংগ্রেস দল থেকে করেছে। কংগ্রেস দল বুঝবে সেটা। তাদেরকে জিজ্ঞাসা করুন
বলে মন্ত্রী হাসি মুখে বলেন।
akb tv news
10.12.2025

