আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভুয়ো বোর্ডের মার্কশিটের অভিযোগ।। এনিয়ে মন্ত্রী টিংকু রায়ের প্রতিক্রিয়া।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ভুয়ো বোর্ডের মার্কশিটের অভিযোগে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা করেছিলেন কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা। এবিষয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী টিংকু রায়।প্রতিক্রিয়ায় তিনি বলেন, এগুলো যারা করেছে তারা বুঝবে।এটা রাজনৈতিক ইস্যু। এটা তারাই বলতে পারবে। আর নিশ্চয় তা কংগ্রেস দল থেকে করেছে। কংগ্রেস দল বুঝবে সেটা। তাদেরকে জিজ্ঞাসা করুন বলে মন্ত্রী হাসি মুখে বলেন।

















    akb tv news 

    10.12.2025


    3/related/default