আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গল্প চর্চায় নতুন পালক ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা,আরশিকথাঃ


    আগামী ২১ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৫ টায় আগরতলার রবীন্দ্র পরিষদের  দক্ষিণীগৃহে ত্রিপুরা তথা উত্তরপূর্বের গল্পচর্চার অন্যতম পরিসর ‘গল্পের জন্য’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মনোজ্ঞ গল্প সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট কথাসাহিত্যিক কিশোর রঞ্জন দে, বিশিষ্ট অধ্যাপক ড. বর্ণালী ভৌমিক ঘোষ এবং গল্পকার শ্যামল বৈদ্য। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন গল্পকার দুলাল ঘোষ। অন্যান্য বছরের মতো এই বছরও সাতজনকে  তরুণ গল্পকার সম্মাননা ২০২৫ প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে গল্প পাঠ। গল্প পাঠ করবেন গল্পকার শুভাশিস চৌধুরী, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে নবীন গল্পকার অনুরাগ বর্দ্ধন ও রীতম সাহা এবং রামঠাকুর কলেজের শিক্ষার্থী অনিকেত চক্রবর্তী। এই গল্প সন্ধ্যায় গল্পপিপাসু লেখক, পাঠক ও সাহিত্য অনুরাগী সকলের উপস্থিতি একান্ত কাম্য।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ১৮ই ডিসেম্বর ২০২৫
     

    3/related/default