আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে নবীন বিদ্যার্থী বরণ উৎসব ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    মঙ্গলবার দুপুর ১২ ’টায় খোয়াই নতুন টাউন হলে দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীন বিদ্যার্থী বরন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পৌরহিত্য করেন ডি‚ডি‚এম‚ কলেজের অধ্যক্ষ ড. খোকন মজুমদার। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন‚ প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী‚ সম্মানিত অতিথি হয়ে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত‚ খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস ও খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা‚ এবং বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ সমীর দাস‚ অনিমেষ নাগ‚ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা প্রচারক অভিজিৎ সূত্র ধর‚ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের যুগ্ম সম্পাদক অর্জুন ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পরিয়ে‚ ফুল‚ শ্রীমদভগবদগীতা দিয়ে ও ভগবান শ্রীরামচন্দ্রের স্মারক হাতে তুলে দিয়ে বরণ করা হয়। তারপর জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক কিশোর বর্মন সহ অন্যান্য অতিথিরা। এরপর অতিথিরা ভারতমাতা ও দেবী সরস্বতীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। স্বাগত বক্তব্য রাখেন এই কলেজের ছাত্র রাহুল বিশ্বাস এবং পরপর বক্তব্য রাখেন অর্জুন ত্রিপুরা‚ অভিজিৎ সূত্রধর‚ বিনয় দেব্বর্মা‚ অনুকূল দাস‚ অপর্ণা সিংহ রায় দত্ত‚ পিনাকী দাস চৌধুরী‚ কিশোর বর্মন। তারপরে কলেজের নবীন বিদ্যার্থীদের ফুল ও শ্রীমদভগবদগীতা দিয়ে বরণ করে নেওয়া হয়।

    অনুষ্ঠানে সভাপতি ড. খোকন মজুমদার বক্তব্য রাখেন‚ এরপর এই কলেজের টিচার কাউন্সিল সেক্রেটারি ড. বাবুরাম স্বামী ধন্যবাদসূচক বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয়ার্ধের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই টাউন হলে উপস্থিত সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর এই কলেজের ছাত্রছাত্রীরা‚ তৎসঙ্গে খোয়াই তথা রাজ্যের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
    গোটা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন টাউন হলে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। কলেজের নবীন‚ প্রবীন ছাত্রছাত্রীরা‚ অধ্যপক- অধ্যাপিকাগন‚ অধ্যক্ষ‚ বিশিষ্ট শিক্ষাবিদ‚ বুদ্ধিজীবী‚ বিশিষ্টজনদের উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৭ই ডিসেম্বর ২০২৫

     

    3/related/default