নিজস্ব প্রতিনিধিঃ
সদ্য সংঘটিত ধর্মনগরের অনলাইন ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য। বুধবার রাতে তাদেরকে করিমগঞ্জে থেকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার তাদেরকে কোর্টে তোলা হয়। এদিন এনিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় পুলিশ পুলিশের মত করে কাজ করছে। আজ এই অনুষ্ঠানে এসে পুলিশের মাধ্যমে জানতে পারলাম যে চার বা পাঁচজন অভিযুক্তের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
akb tv news
18.12.2025

