নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের ঊনকোটি জেলাকে প্লাস্টিক মুক্ত জেলা করতে ঊনকোটি জেলা প্রশাসনের
পক্ষ থেকে বৃহস্পতিবার গোটা ঊনকোটি জেলায় পঞ্চাশ হাজার ডাস্টবিন তথা প্লাস্টিক বর্জ্য
বিন বসানো হয়। জেলার মূল অনুস্টানটি হয় কৈলাসহরের গৌরনগর বাজার শেডে। অনুস্টানে উপস্থিত
ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু
দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান, স্বচ্ছ ভারত মিশন গ্রামীনের
অধিকর্তা কুন্তল দাস, পানীয় জল স্যানিটেশন এবং সহায়তা অধিকর্তা মনোরঞ্জন দেববর্মা সহ
আরও অন্যান্য আধিকারিকরা। উদ্ধোধনী অনুস্টানের পর গৌরনগর বাজার এলাকায় প্লাস্টিক বর্জনের
আহবানে এক সুসজ্জিত র্যালী অনুস্টিত হয়। র্যালী সমাপ্ত হওয়ার পর সকল অতিথিরা গৌরনগর বাজার এলাকায় প্লাস্টিক বর্জ্য বিন
তথা ডাস্টবিন বসান। উদ্ধোধনী অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলার জেলা শাসক
ডক্টর তমাল মজুমদার বলেন, প্লাস্টিক মুক্ত ঊনকোটি জেলা করার লক্ষ্যে গোটা ঊনকোটি জেলার
অধীনে থাকা সকল গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ সহ মোট ৯২টি পঞ্চায়েত এলাকার পাশাপাশি
কৈলাসহর ও কুমারঘাট পুর পরিসদ এলাকায় প্রায় পঞ্চাশ হাজার ডাস্টবিন বসানোর কাজ বৃহস্পতিবারের
মধ্যেই সম্পন্ন করা হবে। জেলার প্রতিটি বাড়ি, সরকারি বেসরকারি অফিস, দোকান সহ বিভিন্ন
বানিজ্যিক প্রতিস্ঠানের সামনে ডাস্টবিন গুলো বসানো হবে। শুধু ডাস্টবিন বসানোই নয়, গোটা
ঊনকোটি জেলা জুড়ে প্লাস্টিক ব্যবহার না করার জন্য প্রচার করা হচ্ছে এবং সাধারণ মানুষদের
বুঝানো হচ্ছে। রাজ্যের মধ্যে এমন উদ্যোগ এই প্রথম বলে তিনি জানান। পরবর্তী সময়ে জেলা
শাসক বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গন এবং কুমারঘাট সহ পেচারতল ব্লক এলাকায় গিয়েও
ডাস্টবিন বসানোর কাজ পরিদর্শন করেন।
akb tv news
18.12.2025

