নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার আগরতলার শালবাগান স্থিত টাস্কর বিএসএফ গলফ কোর্স, ভারত গল্ফ মহোৎসব GFI ট্যুর 2025 ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা গল্ফ অ্যাসোসিয়েশন এবং টাস্কার বিএসএফ গল্ফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রিড়া মন্ত্রী টিংকু রায় , আইজি , বিএসএফ অলক চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর হাত ধরে ভারত গলফ মহোৎসব ১৭ই জানুয়ারি তথা প্রধানমন্ত্রীর জন্মদিনে রায়পুর থেকে শুরু হয়েছিল যা ১২ই জানুয়ারি আমেদাবাদে শেষ হবে। এই ট্যুরের মূল উদ্দেশ্য হলো যোগ ব্যায়ামের উপর জোর দেওয়া, মোটাপা দূর করে সুস্থ থাকা, পরিবেশ রক্ষা করা পাশাপাশি মেক ইন ইন্ডিয়া স্লোগানকে সার্থক করা। এই দিকটি সামনে রেখে ইতিমধ্যেই এক লক্ষ বৃক্ষরোপন করা হয়েছে । শেষ পর্যন্ত প্রায় ২ লক্ষ বৃক্ষরোপণ করা হবে বলে জানা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যে প্রথম বারের মত গলফ জাতীয় স্তরের গলফ টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন রাজ্যে এই গলফের মধ্য দিয়েও ইকো ট্যুরিজমের বিস্তার লাভ সম্ভব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বি এস এফের আই জি অলক চক্রবর্তী প্রমুখ। এ দিন মুখ্যমন্ত্রী নিজে গলফে বল ঠেলে দিয়ে এই ক্রীড়ার আনুষ্ঠানিক ভাবে সুচনা করেন।
akb tv news
07.12.2025

