নিজস্ব প্রতিনিধিঃ
পয়লা ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়ে গেছে। পয়লা ডিসেম্বর থেকে আমরা অফিসিয়ালি
শীতকাল বলে থাকি।যদি সেদিন থেকে দেখি, তাহলে রাজ্যে শীত কমেছে, বাড়েনি। যেমন আজকে সর্বনিম্ন
তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১৩ ডিগ্রী। সেটা কিন্তু প্রায় স্বাভাবিকের কাছাকাছিই ছিল
বলে রবিবার এক সাক্ষাৎকারে একথা জানালেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর পার্থ রায়।
তিনি জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে। এবছর ডিসেম্বর
মাসের যে তাপমাত্রা তা স্বাভাবিকই থাকবে। ১৩ থেকে ১১ ডিগ্রীর মধ্যে উঠানামা করবে বলে তিনি জানান।
akb tv news
07.12.2025

