আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিখোঁজ শিশুকে উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বুধবার রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এক ছোট্ট শিশুকে খুঁজে পেল পশ্চিম থানার পুলিশ। এরপর শিশুটিকে তুলে দেওয়া হয় তার মায়ের কাছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওসি রানা চ্যাটার্জী।তিনি বলেন, সরোজ সিং নামে এক বছরের একটি বাচ্চা নিখোঁজ হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছিল। তা নিয়ে থানায় রিপোর্ট করা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তে নেমে ছোট্ট শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। এখন শিশুটি তার মায়ের কোলে আছে বলে তিনি জানান। ওই শিশুটির বাড়ি আমতলি বলে জানা গেছে।



















    akb tv news 

    11.12.2025


    3/related/default