নিজস্ব প্রতিনিধি,
বার্ধক্য জনিত কারণে দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। একজন রাজনীতিবিদ হিসাবে চূড়ান্ত সফল পাতিল। সাতের দশকে কংগ্রেসের বিধায়ক হিসাবে কেরিয়ার শুরু করেন। পরে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। সব মিলিয়ে ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও আরও একাধিক মন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন। আজন্ম কংগ্রেসি শিবরাজ মিষ্টভাষী, রাজনৈতিক শিষ্টাচারের জন্য খ্যাত ছিলেন। সেভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে কখনও শোনা যায়নি। নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন তিনি l
akb tv news
12.12.2025

