আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগাম ঘোষণা ছাড়াই মহারানী বাজারে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজনীতি শুধু মঞ্চে বক্তৃতা নয়সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের দুঃখ-দুর্দশা লাঘব করাই প্রকৃত রাজনীতির মর্মার্থ। রবিবার বিকেলে মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানী বাজারে আচমকা উপস্থিত হয়ে এমনই বার্তা দিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।কোনও পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই এদিন বাজার চত্বরে এসে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সঙ্গে বসে কথা বলেন মন্ত্রী। এলাকার দৈনন্দিন সমস্যা থেকে শুরু করে পরিবার গত সংকটসবই মনোযোগ দিয়ে শোনেন তিনি। স্থানীয়দের বক্তব্য, প্রশাসনের কাছে পৌঁছনোর আগেই সমস্যাগুলি জানার এই প্রত্যক্ষ উদ্যোগে স্বস্তি মিলেছে তাঁদের।মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যে উঠে আসে তৃণমূল স্তরে পৌঁছনোর গুরুত্ব। তাঁর কথায়, মানুষের কষ্ট ও চাহিদা কাগজে-কলমে ধরা পড়ে না; তা জানতে হলে মাঠে নামতে হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের প্রশাসনিক লক্ষ্যকোনও যোগ্য নাগরিক যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হনএই দর্শনেই তিনি মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছেন বলে জানান মন্ত্রী।


















    akb tv news 

    14.12.2025


    3/related/default