১৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ ঘটিকায় স্রোত পরিবার, হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি ত্রিপুরায় "মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও স্বজন উৎসব :২০২৫" অনুষ্ঠানে প্রকাশিত হলো মাসিক স্রোত সংবাদ এর দ্বাদশ সংখ্যা। উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন,কবি মিলনকান্তি দত্ত এবং সংগীতশিল্পী সুমিতা তালুকদার। তিনি স্রোতের থিম সংগীতের সুরকার। তিনি এবং তার সহযোগীরা অনুষ্ঠানে স্রোতের থিম সংগীত পরিবেশন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কাকলি দত্ত,সুমিতা দেব, তন্ময় সেন, অনিতা ভট্টাচার্য,কবি নিবারণ নাথ, মন্টু দাস, রতন চন্দ, উমা শীলসহ স্রোত পরিবারের স্বজন-বান্ধবেরা।
অনুষ্ঠানে মাসিক স্রোত সংবাদ ছাড়াও কবি গোবিন্দ ধরের তিনটি এক পঙক্তির কাব্য সংকলন দ্রোহব্রীজ, দ্রোহকাল ও দ্রোহ প্রকাশিত হয়।অনুষ্ঠানে স্রোতের সকল বন্ধুদের লেখক অনুদান ও স্বজন সম্মাননা প্রদান করা হয়। লিটল ম্যাগাজিন আন্দোলনে মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও তাঁর লেখকদের লেখক সাম্মানিক প্রদান এক উল্লেখযোগ্য কাজ এই অনুভবে অতিথিদের সমবেত উচ্চারণে মুখরিত হয় সমগ্র অনুষ্ঠানস্থল। প্রাবন্ধিক মন্টু দাস বলেন স্রোত প্রকাশনা আজকে যা ভাবেন পরবর্তী সময় অনেকেই তা-ই ভাবেন।মিলনকান্তি দত্ত বলেন এক পঙক্তি র তিনটি বই পাঠক সমাদৃত হবে নিশ্চিত। পাশাপাশি বইয়ের আলোচনা হওয়া জরুরী। অশোকানন্দ রায়বর্ধন বলেন কুটুমবাড়ির নামফলক উদ্বোধন করে তিনি স্রোতের ইতিহাসের অংশীদার হতে পেরে খুবই গর্বিত।আজকের অনুষ্ঠানে প্রায় চল্লিশ জন কবি কবিতা পাঠ করেন।উল্লেখযোগ্য কবিদের মধ্যে মিলনকান্তি দত্ত, মন্টু দাস,নিবারণ নাথ,মধুমিতা ভট্টাচার্য, রতন চন্দ,অসীমা দেবী, পূরবী সিনহা,লীলাবতী সিনহা,উমা শীল,বাপ্পা সরকারসহ অনেকেই।

.jpeg)

