নিজস্ব প্রতিনিধি,
দলের যোগদান কর্মসূচিটি আগে থেকেই নির্ধারিত
ছিল। সেই মোতাবেক শনিবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গণে ভারতীয় জনতা
পার্টির উদ্যোগে এক মহা যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, দলের জনজাতি মোর্চার রাজ্য
সম্পাদক বিপিন দেব্বর্মা, দলের সহ সভাপতি সুবল ভৌমিক, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী
টিংকু রায়, মন্ত্রী শান্তনা চাকমা ও মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।যোগদান সভায়
মুখ্যমন্ত্রী বলেন, আমরা শান্তি চাই। আমরা আগামী দিন এখানে নিউ ত্রিপুরা বানাব। থানসা,
থানসা, থানসা। থানসার অর্থ হচ্ছে- জাতি, জনজাতি, মনিপুরী, সংখ্যালঘু। সেটাকে বলে থানসা।
আর এই থানসা নিয়েই আমরা ত্রিপুরা রাজ্যে নিউ ত্রিপুরা রাজ্য তৈরি করতে চাই বলে তিনি
জানান। আমরা উন্নয়নের কথা বলি, আমরা সম্মান দিতে জানি। তিনি বলেন, এই ত্রিপুরা রাজ্যের
জন্য যারা করে গেছেন এই রাজবাড়ি থেকে রাজন্য আমলের তাদেরকে আমরা সম্মান করি। বিজেপি
কোন গোণ্ডা পার্টি না। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
13.12.2025

