নিজস্ব প্রতিনিধি,
সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির দু'দিন
ব্যাপী ২১তম রাজ্য সম্মেলন শনিবার থেকে শুরু হল আগরতলা টাউন হলে। প্রসঙ্গত, এই সম্মেলন
উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ করার কথা ছিল তাদের। কিন্তু
স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি না পাওয়ায় এই সমাবেশ টাউন হল প্রাঙ্গনেই করে তারা।
দু'দিনব্যাপী সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সম্পাদক
মরিয়াম ধাওলে ও রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।প্রসঙ্গত উল্লেখ্য,
ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি ১৯৫১ সালে গঠিত হয়েছিল। যা সিপিআইএম এমের পশ্চিমবঙ্গের
পরে ভারতবর্ষের দ্বিতীয় সর্ববৃহৎ নারী সংগঠন।
akb tv news
13.12.2025

