আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমাজকে নতুনভাবে গঠন করার চেষ্টা করছে এন এস এর স্বেচ্ছা সেবকরা।। মেয়র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ৪ঠা ডিসেম্বর থেকে রামনগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম স্কুলে শুরু হয়েছে ৭ দিনের এনএসএস স্পেশাল ক্যাম্প।তা চলবে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত। তাদের এই ক্যাম্পের থিম হিসেবে রেখেছে বিকশিত ভারত @২০৪৭। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষক-শিক্ষিকারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজ গঠনে নিজেদের তৈরি করার শিক্ষা এ ধরনের এনএসএস ক্যাম্পে দেওয়া হয়। সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের তৈরি করা পাশাপাশি পরের জন্য কিছু করা যা এনএসএস এর স্লোগানও বটে। স্কুল কলেজে এধরনের শিবিরে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে শিক্ষিত হয়ে পরবর্তী সময়ে রাষ্ট্রীয় চিন্তায় রাষ্ট্রীয় ভাবনায় রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে সমর্পিত করতে পারে বলে তিনি জানান। প্রসঙ্গত, ১৯৭৬ সালে রাজ্যে ৬০০ ভলেন্টিয়ার নিয়ে শুরু হয়েছিল এনএসএস। বর্তমানে ৪০০ ইউনিট রয়েছে এনএসএসের।










    akb tv news 

    04.12.2025

     


    3/related/default