আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বাক্ষর সংগ্রহ অভিযান শেষে কংগ্রেসের পদক্ষেপ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ১৫ই সেপ্টেম্বর থেকে সারা ভারত জুড়ে কংগ্রেস দল ভোট চুরি স্বাক্ষর অভিযানের সূচনা করেছিলেন। কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্বাক্ষর করে এই অভিযানের সূচনা করেছিলেন। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষে পাঁচ কোটি জনগণের স্বাক্ষর সংগ্রহ করে ভোট চুরি বন্ধ করার আহবানে পাঁচ দফা দাবি সনদ রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। এই লক্ষে বুধবার  প্রদেশ কংগ্রেস সারা রাজ্য থেকে ২ লক্ষ ১৩১০৯ টি স্বাক্ষর সংগ্রহ করার পর রাষ্ট্রপতির উদ্দেশ্যে দিল্লির  কংগ্রেস সদর দপ্তরে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সভাপতি নিরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব। রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই স্বাক্ষর প্রেরণ করার কারণ সম্পর্কে আশীষ কুমার সাহা বলেন, আগামী চৌদ্দই ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস দলের উদ্যোগে মেগা রেলি সংঘটিত হবে। সেখান থেকে প্রতিটি রাজ্য থেকে সংগ্রহ করা স্বাক্ষর ভোট চুরি রোধ করার উদ্দেশ্যে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তুলে দেওয়া হবে। তাদের দাবিগুলি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ছবি-সংবলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করতে হবে। প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজনের তালিকা (ছবিসহ) জনসমক্ষে প্রকাশ করতে হবে।ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে হবে।শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের/এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।














    akb tv news 

    03.12.2025


    3/related/default