আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত জহর মিয়া।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল জহর মিয়া (৫০)। বোধজংনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে তাকে মঙ্গলবার রাতে আটক করা হয়। সোনামুড়া থানা, আমতলী থানা এবং বোধজংনগর থানা যৌথভাবে অভিযান সংগঠিত করে। ঘটনাটি ঘটে গত ১লা ডিসেম্বর বিকেলে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন  এলাকায়। অভিযোগ অনুযায়ী, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত জহর মিয়া। তিনি ওই নাবালিকার বাড়ির পাশেই দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। ঘটনার দিনও কাজের অজুহাতে বাড়ির চারপাশে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ।পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সুযোগ বুঝে তিনি ঘরে ঢুকে নাবালিকাকে নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রীটি কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। তার চিৎকার শুনে ছুটে আসেন ছাত্রীর ঠাকুমা। তাঁকে দেখে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।ঘটনার পর নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোনামুড়া থানায় নতুন বিএনএস আইনের সংশ্লিষ্ট ধারা এবং পক্সো আইনের অধীনে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।












    akb tv news 

    03.12.2025


    3/related/default