নিজস্ব প্রতিনিধি,
বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তা পুকুর পাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত
১৭ নং ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দীপক মজুমদার।এর পাশাপাশি
এদিন তিনি সেই জায়গায় একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন। ৫০ লক্ষ টাকা টাকা ব্যয়ে তৈরি
করা হবে ১৭নং ওয়ার্ডের অফিস গৃহ। অপরদিকে, এই ওপেন জিম নির্মাণে খরচ হয়েছে ১৫ লক্ষ
টাকা। এদিনের অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর
শিখা ব্যানার্জি, স্নিগ্ধা দাস দেব, নিবাস দাস ও রামনগরের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য
সহ অন্যান্য রা।অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, আগরতলা পুর নিগমের
পুর নগর পরিষেবা দেওয়ার লক্ষ্যে ওয়ার্ড অফিস প্রয়োজনীয় একটি জায়গা। ২০২১ সালে যখন আমরা
পুর নিগমের দায়িত্ব গ্রহন করি তখন আমরা পরিলক্ষিত করি যে আগরতলা শহরে নাগরিক পরিষেবা
দেওয়ার ক্ষেত্রে যে ওয়ার্ড অফিস গুলি আছে, সেই অফিস গুলি অধিকাংশই জীর্ণ। কোথাও অফিস
নেই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যে অফিস গুলি আছে, সেই অফিস গুলির মধ্যে কিছু অফিস
সংস্কার করে কাজের ব্যবস্থা করা হবে। আর কিছু অফিস নতুন করে করা হবে। সেই অনুসারে আজ
পুর নিগমের ১৭নং ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বলে তিনি
জানান।

