নিজস্ব প্রতিনিধি,
সুপ্রিম কোর্টের এক বিশেষ পর্যবেক্ষণ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি
সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে উঠে এল বিশেষ পর্যবেক্ষণ। কর্ণাটকের এসআইআর-এর সময়সীমা আরও বাড়ানোর জন্য
বিবেচনা করার নির্দেশ দিল শীর্ষ আদালত। নির্বাচন
কমিশনকে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্যা বাগচির বেঞ্চের পরামর্শ,
মূল সময়সীমা ৪ঠা ডিসেম্বর ছিল, যা ১১ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ওই রাজ্যে নির্বাচনের স্থানীয় ভোট গ্রহণ
৯ ও ১১ই ডিসেম্বর এবং গণনা ১৩ই ডিসেম্বর অনুষ্ঠিত
হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, যাঁরা স্থানীয় সংস্থা নির্বাচনের কাজে নিয়োজিত, তাঁদের
ফর্ম আপলোড করার জন্য যথেষ্ট সময় পাওয়া উচিত। প্রধান বিচারপতি বলেন, “সময় বাড়ানো
উচিত। এতে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা সুযোগ পান।”আবেদনকারীদের পক্ষে এসআইআর-এর
ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভিরা। অভিষেক মনু
সিঙ্ঘভির তরফে আদালতে উল্লেখ করা হয়, জুন মাসের আগে ১১টি
ডকুমেন্ট ছিল না। তারপরে উল্লেখ করা হয়। নতুন নতুন নিয়ম করা হয়েছে। তাঁর বক্তব্য, নির্বাচন
কমিশনের কোনও ক্ষমতাই সংবিধান অনুসারে নেই, নাগরিকত্বের প্রমাণ চাওয়ার। সারা দেশে একসঙ্গে
এস আই আর করা যায় না।

