আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাসহরে ব্লক যুব কংগ্রেসের তরফে বিক্ষোভ মিছিল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    কৈলাসহরে সরকারি কাজে মাফিয়ারাজ বন্ধের দাবীতে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল অনুস্টিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীরা সাত দফা দাবিতে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ও পরবর্তী সময়ে কৈলাসহর থানার ওসি-এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, নর সিংহ দাস, দ্বীপ সিনহা ও কাপুর রাজ সিনহা সহ আরও অনেকে। কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে কৈলাসহরের কংগ্রেস ভবন থেকে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময়ে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে কৈলাসহর থানায় গিয়ে ওসি-এর কাছে ডেপুটেশন প্রদান করে।ডেপুটেশন  শেষে ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান জানান, রাজ্যের মধ্যে একমাত্র জায়গা হল কৈলাসহর, যেখানে শান্তি সম্প্রীতি সবসময় বজায় থাকে। সাংস্কৃতিক শহর হিসেবে সবাই কৈলাসহরকে চেনে। কিন্তু, বর্তমানে কৈলাসহরের সেই অহংকার নষ্ট হতে যাচ্ছে। সাম্প্রতিক কালে টেন্ডার নিয়ে যে মাফিয়া রাজ শুরু হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কৈলাসহরে বেশকিছু মারামারি, আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হয়েছে। তাতে অনেকেই আহত হয়েছেন। বদরুজ্জামান স্পষ্ট ভাবেই জানান যে, কৈলাসহরের বিজেপি দলের একাংশ এসবের জন্য দায়ী। বিশেষ করে যখনই কৈলাসহরের পূর্ত দপ্তরের পক্ষ থেকে অন লাইনে টেন্ডার ডাকা হয় তখনই হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে। অবিলম্বে যদি এই মাফিয়া রাজ বন্ধ না করা হয় তাহলে কংগ্রেস দল আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে বলেও জানান বদরুজ্জামান।



















    akb tv news 

    09.12.2025

     


    3/related/default