আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক যুক্ত হল। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ‘অর্ডার অফ ওমান’-এ সম্মানিত করলেন সেদেশের সুলতান হাইথাম বিন তারিক। সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এটি দু’দেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত-ওমানের সম্পর্ক বহু পুরনো।” প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হয়েছে নরেন্দ্র মোদির বিদেশ সফর। প্রথম পর্যায়ে জর্ডনে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। তারপর ইথিওপিয়ায় গিয়েছেন তিনি। এরপর বুধবার তিনি ওমানে পৌঁছন। ইথিওপিয়ায় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি তাঁকে প্রদান করেছেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে এখনও পর্যন্ত বিদেশি রাষ্ট্রগুলি থেকে তিনি মোট ২৯টি নাগরিক সম্মান পেলেন।


















    akb tv news 

    19.12.2025


    3/related/default