নিজস্ব প্রতিনিধিঃ
শহরের অলি-গলিতে আবর্জনা পরিষ্কারে বড় উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাতটি তিন চাকার অটো হপার এবং তিন সেট মিনি সুপার সাকার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটররাও। মেয়র এদিন জানান, আগরতলা পৌর নিগম ২০২২ সাল থেকে ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ উদ্যোগের মাধ্যমে শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে আসছে। সেই প্রকল্পেরই অংশ হিসেবে রাজ্য সরকারের সহায়তায় এবার শহরবাসীর পরিষেবার উন্নতিতে কেনা হয়েছে এই নতুন পরিষ্কারকরণ যন্ত্রগুলি। সাতটি অটো হপার কিনতে খরচ হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। তিন সেট মিনি সুপার সাকার কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা। তিনি আরও জানান, শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুড স্টলগুলিতে যে আবর্জনা তৈরি হয়, তা আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্র নগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। সাতটি অটো হপার সেন্ট্রাল জোনের স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে।তিনি বলেন, ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে শহর পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। দীর্ঘদিনের উন্মুক্ত ড্রেন ও বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলি পর্যায়ক্রমে কভার করা হচ্ছে। নতুন মিনি সুপার সাকার গুলো সরু গলির ড্রেন পরিষ্কারে বিশেষভাবে কার্যকর হবে, ফলে বর্ষাকালে জল নিষ্কাশন আরও সহজ হবে। এই কাজের জন্য একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যা মেকানিক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে।
akb tv news
11.12.2025

