আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রীশ্রী সারদা দেবীর ১৭৬তম জন্মতিথি উদযাপন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীশ্রী সারদা দেবীর ১৭৬তম জন্মতিথি।তাই প্রতি বছরের মত এবছরও সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে সারদা দেবীর  জন্মতিথি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারদা দেবীর  জীবন, বাণী ও আদর্শ স্মরণ করা হয় ধর্মীয় অনুষ্ঠানে। সারদা দেবী ১৮৫৩ সালের ২২শে  ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের 'সঙ্ঘজননী'। ভক্তরা তাঁকে 'শ্রীশ্রীমা' বা 'মাতাঠাকুরানী' নামে ডাকতেন। তিনি ছিলেন ভক্তদের কাছে এক আদর্শ মাতৃস্বরূপা। আজকের দিনটিতে আগরতলা শহরের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।









    akb tv news 

    11.12.2025

    3/related/default