নিজস্ব প্রতিনিধিঃ
১১ই ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীশ্রী সারদা দেবীর ১৭৬তম জন্মতিথি।তাই প্রতি
বছরের মত এবছরও সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে সারদা
দেবীর জন্মতিথি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয়
ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারদা দেবীর জীবন, বাণী ও আদর্শ স্মরণ করা হয় ধর্মীয় অনুষ্ঠানে।
সারদা দেবী ১৮৫৩ সালের ২২শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের
জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধনসঙ্গিনী
এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের 'সঙ্ঘজননী'। ভক্তরা তাঁকে 'শ্রীশ্রীমা' বা 'মাতাঠাকুরানী'
নামে ডাকতেন। তিনি ছিলেন ভক্তদের কাছে এক আদর্শ মাতৃস্বরূপা। আজকের দিনটিতে আগরতলা
শহরের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।
akb tv news
11.12.2025

