নিজস্ব প্রতিনিধি,
ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক, ন্যাশনাল হেলথ মিশনের মিশন অধিকর্তা নুপুর দেববর্মা এবং ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলইসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। সম্মেলনে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের ন্যায্য অধিকার ও কল্যাণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এ প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে জাতীয় স্বাস্থ্য মিশন এমন একটা প্রকল্প যেখানে আমাদের রাজ্যেও শহর কিংবা গ্রাম সব জায়গায় তাদের পরিষেবা রয়েছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার এখন অনেক উন্নতি হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মচারীদের ভুমিকাও কম নয়।
akb tv news
14.12.2025

