আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৩ই ডিসেম্বর রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গনে বিজেপি’র মহা যোগদান সভা।।দলের রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফে আগামী ১৩ই ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গনে বিশেষ এক মহা যোগদান সভার আয়োজন করা হয়েছে।এই যোগদান সভায় আমাদের রাজ্যের প্রতিটি মণ্ডল থেকে লোকজন যোগদান করবে। এরজন্য গত দুসরা ডিসেম্বর থেকে প্রতিটি মণ্ডলে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।পাশাপাশি তার জন্য আমরা প্রতিটি মণ্ডলে একজন করে অবজারভার দিয়েছি। তিনি মণ্ডল থেকে লোকজন কিভাবে জনসভায় আসবেন তা সম্পূর্ণ তদারকি করবেন। এদিন যোগদান সভায় প্রায় ৫ থেকে ৬ হাজার লোক যোগদান করবেন বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিজেপি দলের রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশের সহ সভাপতি তথা এম ডি সি বিমল চাকমা ও প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা বলেন, এখন পর্যন্ত প্রতিটি মণ্ডল থেকে আমাদের কাছে যে তালিকা এসেছে তাতে প্রায় পাঁচ হাজারেরও অধিক লোকজন  আছে। প্রথমে এই যোগদান সভা করার জন্য ১০ তারিখ বাছাই করা হয়েছিল, কিন্তু একটি কারনে তা পিছিয়ে নিয়ে ১৩ই ডিসেম্বর করা হয়েছে বলে তিনি জানান।














    akb tv news 

    09.12.2025

    3/related/default