Type Here to Get Search Results !

চীনে বছরে ৫ লাখ মানুষ নিখোঁজ !!



ব্যুরো এডিটর, ঢাকা থেকেঃ চীনে প্রতিদিন ১ হাজার ৩০০ নাগরিক নিখোঁজ হন। এ হিসেবে প্রতি বছরে চীন থেকে নিখোঁজ হন প্রায় ৫ লাখ নাগরিক। নিখোঁজ হওয়া ৮০ শতাংশের বেশি মানুষেরই বয়স ৬৫ বছরের বেশি।
চীনের জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইনস্টিটিউটের নতুন একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে ।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ওয়াং ঝিকুন বলেন, ‘এটা অবশ্যই বিশাল একটি সংখ্যা এবং একটি সামাজিক ইস্যু, যা উপেক্ষা করা আমাদের সাধ্যের বাইরে’।
‘যারা হারিয়ে যাচ্ছেন, তাদের ২৫ শতাংশের আলঝেইমার কিংবা ডিমেনশিয়া এবং ৭২ শতাংশ ব্যক্তির স্মৃতিশক্তির সমস্যা ছিলো’।  
প্রতিবেদনের লেখক জিয়োং গুইবিন বলেন, শুধু তাই নয়, যারা হারিয়ে গিয়েছিলেন, তাদের খুঁজে পাওয়ার পর ২৫ শতাংশ আবারও হারিয়ে যান।
চীনের মানুষ ‘এক সন্তান নীতি’র কারণে দ্রুত বার্ধক্যে উপনীত হচ্ছিলেন। সেটি গত বছর হ্রাস করা হয়েছে। এখন থেকে তারা দু’টি সন্তান নিতে পারবেন। তবে বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে এখনো বিধি-নিষেধ রয়েছে।
বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, চীনে বেশি সমস্যা গ্রামাঞ্চল ও ছোট শহরে। এর কারণ, বেশি জনসংখ্যা। অন্য যেকোনো উন্নয়নশীল দেশের তুলনায় চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে। সেখানে ৬৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষের সংখ্যা প্রায় ১১৪ মিলিয়ন।
চীনের সরকার বলছে, আগামী ২০৩০ সালে চীনে সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা থাকবে। ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা হবে প্রায় ৪০০ মিলিয়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.