আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ

    আরশি কথা
    তন্ময় বনিক, আগরতলাঃ
    প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল। এবছর পাশের হার ৮৪.৩১ শতাংশ। গত বছর তা ছিল ৮৩.৭৭ শতাংশ। এবছর বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর ৯৬.৬০ শতাংশ। মঙ্গলবার(২২মে) টিবিএসই এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফলপ্রকাশ করেন পর্ষদের সভাপতি মিহির দেব। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে খাতা রিভিউ এর আবেদন করতে হলে আগামী ২৫শে মে'র মধ্যে নিজ নিজ স্কুলে তা করতে হবে। আর স্কুলগুলিকে তা পর্ষদের কাছে পাঠাতে হবে ২৯শে মে'র মধ্যে। এবছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেয় ৩০২৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ২৫৫২ জন। পর্ষদ সভাপতি জানান, এবছর অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফলপ্রকাশ করতে হয়েছে। নির্বাচনের কারণে অনেক কাজেই জটিলতার সৃষ্টি হয়। যদিও সব সমস্যা থেকেই উত্তরণ করা গিয়েছে। শিক্ষকদের খাতা দেখায় অনীহা নিয়েও দুশ্চিন্তা ব্যক্ত করেন তিনি। উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন সমস্যায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখে বিজ্ঞানের ফলাফল আগে প্রকাশ করা হয় বলে জানান তিনি। মঙ্গলবার(২২মে) বিকেলের মধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে মার্কশিট পৌঁছে যায়। বুধবার(২৩মে) থেকেই তা সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা।

    ছবিঋণঃ সুমিত কুমার সিংহ
    ২২শে মে ২০১৮ইং          
    3/related/default