আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আকর্ষণীয় হীরার গহনার সম্ভার জুয়েলার্স কাজল'এর শোরুমে

    আরশি কথা
    দিন দিন মানুষের মধ্যে হীরার চাহিদা ক্রমশ বাড়ছে। দাম যতই হোক যদি একটা হীরার আংটি বা নেকলেস থাকে - তাহলে তো কথাই নেই। আগরতলার প্রতিষ্ঠিত স্বর্ণব্যাবসায়িক প্রতিষ্ঠান জুয়েলার্স কাজল এবার সোনার পাশাপাশি নানা ডিজাইনের আকর্ষণীয় হীরার গহনার সম্ভার নিয়ে হাজির। 
    বৃহস্পতিবার(২৮জুন) তাদের হীরার শোরুমের উদ্বোধন করেন কাঠিয়াবাবা মিশনের মহারাজ সদানন্দ দাস কাঠিয়াবাবা। 
    স্নানযাত্রার এই বিশেষ তিথিতে জুয়েলার্স কাজল এর দ্বিতলে হীরার শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। 
    সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুয়েলার্স কাজল এর কর্ণধার গৌতম শীল জানান, এই শোরুমের উদ্বোধন উপলক্ষে তারা গ্রাহকদের দামের উপর ৫ শতাংশ ছাড় দেবেন।
    প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহারআগামী ৩০ জুলাই পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। 
    হীরার গহনার যে ধরনের কালেকশান আছে  জুয়েলার্স কাজলে তা গ্রাহকদের নিশ্চিতভাবে পছন্দ হবে বলে আশা ব্যক্ত করেন কর্মকর্তারা। 
    প্রতিবেদকঃ তন্ময় বনিক,আগরতলা 
    ছবিঃ নিজস্ব
    ২৮শে জুন ২০১৮ইং 
    3/related/default