আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যপালপদে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন ক্যাপ্টান সিং সোলাঙ্কি

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
     রাজ্যের রাজ্যপালপদে দায়িত্বভার গ্রহণ করলেন ক্যাপ্টান সিং সোলাঙ্কি। শনিবার(২৫আগস্ট) পুরাতন রাজভবনের দরবার হলে শপথগ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি অজয় রস্তোগী। হিন্দিতে শপথবাক্য পাঠ করেন নয়া রাজ্যপাল। অনুষ্ঠানের সাক্ষী ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, এন সি দেববর্মা মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 
    শপথ গ্রহণের পর গার্ড অব অনার দেওয়া হয় রাজ্যপালকে। 
    নয়া রাজ্যপাল বলেন, ত্রিপুরার কল্যাণে কাজ করে যাবেন। ত্রিপুরাকে উন্নত রাজ্য হিসেবেব গড়ে তুলতে তার যোগদান থাকলে ধন্য হবেন বলে মনে করেন। সংবিধান রক্ষা করে কাজ করবেন বলে জানান। ত্রিপুরাবাসীর  কল্যাণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নয়া রাজ্যপাল। এদিন সকালের বিমানে আগরতলায় আসেন রাজ্যের ১৭তম রাজ্যপাল ক্যাপ্টান সিং সোলাঙ্কি। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা স্বাগত জানান তাকে। 
    তিনি হরিয়ানার রাজ্যপাল ছিলেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৫শে আগস্ট ২০১৮ইং      
    3/related/default