আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব নিলেন ডঃ ভবতোষ সাহা

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
     ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন অধ্যাপক ডঃ ভবতোষ সাহা। বুধবার(১আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিদায়ী পর্ষদ সভাপতি মিহির দেব নতুন সভাপতিকে দায়িত্বভার বুঝিয়ে দেন। নবনিযুক্ত সভাপতি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পর্ষদের প্রতি কনফিডেন্স বাড়ানোই তার প্রথম কাজ। 
    তাছাড়া শিক্ষার মানোন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হবে। যথাসময়ে পরীক্ষা নেওয়ার পাশাপাশি নির্ভুল ফল প্রকাশের জন্য পর্ষদ কাজ করবে বলে জানান তিনি। পর্ষদের কর্মী ও আধিকারিকরা এদিন স্বাগত জানান নতুন সভাপতিকে। 
    এদিকে বিদায়ী সভাপতি মিহির দেব ছিলেন অনেকটাই ভাবুক। রাজ্যে নয়া সরকার আসার পর চাকুরীতে পুনঃনিযুক্তির সুযোগ বন্ধ রাখা হয়। তাই এবার আর পুনঃনিযুক্তি পাননি তিনি। প্রসঙ্গত, অধ্যাপক মিহির দেব এর সময় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। এখন দেখার নয়া সভাপতি কতটা সুষ্ঠু কর্মসংস্কৃতি চালু করতে পারেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১লা আগস্ট ২০১৮ইং    
    3/related/default