Type Here to Get Search Results !

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজন

ব্যুরো এডিটর, ঢাকাঃ
ভারতের ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার(১৪ ডিসেম্বর)আগরতলার সহকারী হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবনিযুক্ত সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। কিরীটি চাকমা বলেন, প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ডিসেম্বর)আগরতলার সহকারী হাইকমিশন। এদিন সকাল বেলার প্রথম পর্বে থাকবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সংগঠকসহ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। তিনি আরো বলেন, এবার ভিন্ন আঙ্গিকে আতশ বাজির মাধ্যমে বর্ণিল ছটায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। আতশবাজির পরপরই বাংলাদেশ ও ত্রিপুরার শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন আপ্যায়নে থাকবে বাংলাদেশি শীতের পিঠা। এসময় আগরতলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানান সহকারী হাইকমিশনার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।

১৪ই ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.