আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিতা - বসন্ত রঙিন ...

    আরশি কথা



















    বসন্ত রঙিন... 

    জবা চৌধুরী 
    ~~~~~~~~

    অনেক বসন্ত পার করে আজ 
    ফাগুনের রঙে সেজেছি
    রঙিন সোহাগে ভরেছি যতনে 
    শোভার শোভনে মেতেছি। 

    কোকিল কূজনে ভরা এ ভুবনে 
    আশা-নিরাশার ভালোবাসা 
    ক্ষণে ব্যথা বাজে হৃদয় বীণায় 
    সচল চলনে কাঁদা-হাসা। 

    বসে কৃষ্ণচূড়ার শীতল ছায়ায় 
    শুনি বসন্ত গান নিত্য 
    হাওয়ার মাতনে ছায়ার যতনে  
    ফাগুন ভরায় চিত্ত। 

    আমের মুকুল দখিনা সমীরে 
    সুবাসে ভরায় প্রাণ 
    ডেকেছে রাধারে কে করুণ সুরে  
    এমনি বাঁশির টান?

    যুগে যুগে হায় ঋতু আসে যায় 
    যেন জোয়ারে ভাসানো তরী 
    ঢেউয়ে ফিরে আসে বসন্ত রঙিন 
    তারে হৃদয়ে বরণ করি।

    ছবিঃ জবা চৌধুরী 

    ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ইং

    =====================
    3/related/default