আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সালেমা ও আমবাসায় স্বাস্থ্য শিবির

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,ত্রিপুরাঃ
    ভলান্টারি হেলথ  অ্যাসোসিয়েশান অব ত্রিপুরার উদ্যোগে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক ( সিডবি ) -এর আর্থিক সহায়তায় ১৯ এবং ২২ মার্চ ধলাই জেলার অন্তর্গত সালেমা ব্লকের মেন্দি এবং আমবাসা ব্লকের শিকারি গ্রামে দুটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে বিভিন্ন রোগ নির্ণয় করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এবং ডায়াবেটিস,ম্যালেরিয়া সহ অন্যান্য রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। 
    শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলা হাসপাতালের বিভিন্ন চিকিৎসকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্কের প্রবন্ধক গোপী নম্মি, সহকারী প্রবন্ধক রাকেশ কুমার যাদব, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের প্রকল্প আধিকারিক টুটন সাহা, জেলা আধিকারিক লব দত্ত প্রমুখরা। দুটি শিবিরে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ঔষধ করেছে। এই ধরণের জনকল্যাণ মুখী পদক্ষেপের জন্য এলাকাবাসীরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সহকারী পরিচালক সুজিত ঘোষ। 

    ২৩শে মার্চ ২০১৯ইং    
    3/related/default