Type Here to Get Search Results !

নববর্ষে পথশিশুদের মুখে হাসি ফোটালেন মনদীপ ঘরাই

ঢাকা ব্যুরো অফিস: নববর্ষের প্রথম দিনে আনন্দে মেতেছে সুবিধাবঞ্চিত দেড় শতাধিক পথশিশু। উল্লাস করতে করতে একসঙ্গে খেয়েছে দুপুরের খাবার। রোববার (১৪ এপ্রিল) স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। নববর্ষের চারদিকের আয়োজনের মধ্যে রাজধানীতে পথশিশুদের নিয়ে এ আয়োজনটা ভিন্নমাত্রা এনে দেয়। এই ফাউন্ডেশন শতাধিক পথশিশুর শিক্ষার দায়িত্ব নিয়ে কাজ করে চলছে গত কয়েক বছর ধরে। অনেক আয়োজনের মধ্যে সবার থেকে ভিন্ন ছিল একজনের প্রয়াস। বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব ও নবীন কথাসাহিত্যিক মনদীপ ঘরাই এদিন পথশিশুদের মাঝে মিশে যান। ওদের সাথে সময় কাটান। সেই সাথে নববর্ষ ভাতার পুরো অর্থই খরচ করলেন তাদের জন্য। এ বিষয়ে মনদীপ ঘরাই বলেন, ‘অর্থটা সামান্য জানি, প্রয়াসটা মন থেকে। নববর্ষ ভাতা তো দেয়া হয় উৎসব উদযাপনের জন্য। এর চেয়ে ভালোভাবে উদযাপন কি আর সম্ভব? আমার প্রয়াস ওদের মুখে হাসি ফোটালেই নববর্ষ সত্যিকার অর্থে শুভ হবে।’ গতবছর তিনি তার নববর্ষ ভাতা উৎসর্গ করেছিলেন বাসে হাত হারানো এবং পরবর্তীতে মৃত্যুবরণ করা রাজীবের জন্য। আর মনদীপ ঘরাই এর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেছিল এই মৃত্তিকা ফাউন্ডেশনের তিনজন পথশিশু। তার বই থেকে প্রাপ্ত লাভের পুরোটাই দেয়া হবে ওদের শিক্ষা সহায়তায়। এ বিষয়ে স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আকবর হোসেন বলেন, " আজকের এই আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের কথা চিন্তা করে। আমরা সবসময় ওদের পাশে আছি। মনদীপ স্যারের মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই" অনুষ্ঠানস্থলে দেখা মেলে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের। তিনি বলেন,"সব শুভ উদ্যোগের সাথে আছি সবসময়। আমরা বেতার থেকেও আলোকিত উদ্যোগগুলো নিয়ে আলোকবর্তিকা নামে একটি প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সমাজকর্মের জন্য আলোচিত সরকারী কর্মকর্তা মনদীপ ঘরাই তরুন প্রজন্মের জন্য এরকম নানান দৃষ্টান্ত রেখে চলেছেন।

১৪ই এপ্রিল ২০১৯ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.