আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সূচনা হলো রাজ্যের ঐতিহ্যবাহী খারচি উৎসবের

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    অন্যান্য বারের মতো এবছরও বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই শুরু হচ্ছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী খারচি উৎসব ও মেলা। আষাঢ়ের শুক্লা অষ্টমী তিথিতে অধিবাসের মধ্য দিয়ে খারচি পূজার সূচনা হয়। সাতদিন ব্যাপী চলে এই উৎসব ও মেলা। মঙ্গলবার (৯ জুলাই) পড়ন্ত বেলায় ১৪ জন দেবদেবীর অধিবাসের মধ্য দিয়ে পূজা পর্বের সূচনা হয়। প্রধান পুরোহিত সহ চন্তাইরা দেবদেবীদের অধিবাস পর্ব সম্পন্ন করেন। ব্যাপক সংখ্যক এলাকাবাসী তা চাক্ষুষ করেন। উৎসব ঠিকভাবে শুরুর আগেই পুণ্যার্থীদেরও সমাগম লক্ষ্য করা যায়। সাধু-সন্তরাও তাদের আখড়ায় বসে পড়েছেন। সব মিলিয়ে এখন চতুর্দশ দেবতা মন্দির চত্বর ও তার আশপাশ এলাকায় উৎসবের আবহ।

    ৯ই জুলাই ২০১৯    
    3/related/default