Type Here to Get Search Results !

হীরক জয়ন্তী উদযাপনে শ্যামসুন্দরের এক বছর ব্যাপী কর্মসূচীর শুভারম্ভ কলকাতায়

কলকাতা ডেস্কঃ
একদিকে সেরা গুণমানের সাথে ব্যবসায়িক সাফল্য পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় অনেকটা পথ অতিক্রম করে হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এই উপলক্ষে " উদযাপনে হীরা " শীর্ষক নানা অনুষ্ঠানে সংস্থার তরফে আগামী একবছরের অনবদ্য কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তারই সূচনা পর্বে বাংলার নানা ক্ষেত্রে বিশেষ অবদানে যারা উজ্জ্বল অবস্থানে রয়েছেন সেই বিশেষ ব্যক্তিত্বদের প্রতি সম্মান জানিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল " বাংলার দ্যুতিময় " শীর্ষক অনুষ্ঠান।
গত ৫ অক্টোবর জি ডি বিড়লা সভাগৃহে শ্যাম সুন্দর কোম্পানির তরফে সেরা কয়েকজন বাঙ্গালি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে।তারা হলেন সাহিত্যে বুদ্ধদেব গুহ, সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়, চিত্রকলায় যোগেন চৌধুরী, সংগীতে আরতি মুখোপাধ্যায়,নাটকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শিক্ষায় পবিত্র সরকার, নৃত্যে মাধুমণি কুট্টি, সাংবাদিকতায় কিশোর ভিমানি, চিত্র পরিচালনা ও নির্দেশনায় গৌতম ঘোষ, কাব্যে জয় গোস্বামী এবং ক্রীড়ায় জয়দীপ মুখার্জি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দজি মহারাজ। তিনি প্রত্যেকের হাতে মানপত্র, স্মারক, বস্ত্র সহ উপহার হিসেবে হীরার আংটি তুলে দেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলার বিশিষ্ট শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবার মন জয় করে নেন।শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পরিচালকদ্বয় রূপক সাহা এবং অর্পিতা সাহা তাদের বক্তব্যে জানান যে প্রতিষ্ঠানের শ্রষ্ঠার জন্মদিনের ৬০ বছর পূর্তিতে বাংলার সেরা ব্যক্তিত্বদের নিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা গর্বিত।পরিশেষে তারা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৬ই নভেম্বর ২০১৯          

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.