Type Here to Get Search Results !

ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব ১২ই জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
তৃতীয় ভারত-বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব হতে চলেছে আগামী ১২ই জানুয়ারি এগিয়ে চল সংঘ ক্লাব প্রাঙ্গনে। ছবি ও কবিতা সংস্থা এবং এগিয়ে চল সংঘের যৌথ উদ্যোগে এই আয়োজন। ১২ জানুয়ারি দুপুর ১১টা ৩০মিনিটে এই উৎসবের শুভ সূচনা করবেন বিধায়ক আশিস কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার প্রথম সচিব এস এম আসাদুজ্জামান, বাংলাদেশের বিশিষ্ট বাচিকশিল্পী মনির হোসেন এবং রোকেয়া দস্তগীর, এগিয়ে চল সংঘের সভাপতি চঞ্চল নন্দী, ছবি ও কবিতা সংস্থার সভাপতি শংকর বন্দ্যোপাধ্যায়।শুক্রবার এগিয়ে চল ক্লাবের সভাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা উৎসব প্রসঙ্গে বিস্তারিত জানান।সেখানে পরিচালন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শংকর বন্দ্যোপাধ্যায়, স্মিতা ভট্টাচার্য,পারিজাত দত্ত,ডঃ দেবব্রত দেবরায় সহ অন্যান্যরা। রাজ্যের বিশিষ্ট কবি,আবৃত্তি শিল্পীদের পরিবেশনার পাশাপাশি দলগত আবৃত্তি পরিবেশনাও থাকছে এই উৎসবে। কবিতার সঙ্গে গান ও নাচের সমন্বয়ে রাত অবধি এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের বিশিষ্ট বাচিকশিল্পী মনির হোসেন ও রোকেয়া দস্তগীর এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা থাকছে। ১২ জানুয়ারি দুপুর ১১টা ৩০মিনিটে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন বসে আঁকো প্রতিযোগিতা ক-বিভাগ (৬ বৎসর পর্যন্ত), খ-বিভাগ (৬+ থেকে ১০ বৎসর) এবং গ-বিভাগ (১০+ থেকে ১৬ বৎসর) পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বিভাগেই শ্রেষ্ঠ পাঁচজনকে পুরস্কৃত করা হবে।প্রতিযোগিতা শুরুর ১৫মিনিট পূর্বে প্রতিযোগীদের নাম জমা দেবার জন্য বলা হয়েছে। এছাড়া বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।পরিশেষে এই উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান কর্মকর্তারা।

ছবিঃ সৌজন্যে জাকির হোসেন 

১০ই জানুয়ারি ২০২০
      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.