Type Here to Get Search Results !

আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলছে অভিযানঃ সদর মহকুমা শাসক,ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

কিছুদিন ধরে আলু পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।উৎসস্থলে দাম বাড়ার কারণেই নাকি রাজ্যের বাজারেও দাম বাড়ছে।তাছাড়া বন্যার কারণেই উৎপাদন ব্যহত হয় বলেও অভিযোগ।উৎসবাজারে চন্দ্রমুখী আলু বিকোচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, সাধারণ মানের আলুও ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ন্যুনতম ৪৮ টাকা।প্রতি বছরই দেখা যায় এই মরসুমে আলু ও পেঁয়াজের দাম বাড়তে থাকে।ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে এর প্রভাব মারাত্মক।

এদিকে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান,প্রশাসন দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে বাজারগুলোতে। উৎসস্থলের সঙ্গে স্থানীয় বাজারে দামের মধ্যে যেন খুব বেশী ফারাক না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান তিনি।


আরশিকথা ত্রিপুরা নিউজ

ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৬ই অক্টোবর ২০২০  
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.