Type Here to Get Search Results !

ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টে ২৬২ কিলোমিটার রাস্তা হচ্ছে, জুড়ছে ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের করিডোর হচ্ছে।তাতে যুবারা কাজ পাবে।বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।মঙ্গলবার (২৭ অক্টোবর) সুবিশাল এক রোড নেটওয়ার্কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী।



ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান হয়।ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টে ২৬২ কিলোমিটার রাস্তা হচ্ছে।এর মধ্যে জুড়ছে ত্রিপুরা।তাতে অর্থ বরাদ্দ হয় ২৭৫২ কোটি টাকা।ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় জাতীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করি,কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং,জেনারেল ডি কে সিং সহ পদস্থ আধিকারিকরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৭শে অক্টোবর ২০২০