আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জিবি বাজারেও চলে বেআইনি রাজনৈতিক কার্যালয়ের উচ্ছেদ অভিযান

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত। মঙ্গলবার(৮মে) উচ্ছেদ অভিযান চালানো হয় জিবি বাজার এলাকায়। বুলডজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সরকারী জায়গায় গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলগুলির কার্যালয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক। 
    বিশাল পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। জেলাশাসক জানান আগামী দিনগুলিতেও সরকারী জমিতে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের কার্যালয়গুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জারি থাকবে। 
    এদিকে বিরোধী দলনেতা মানিক সরকার এদিন পুরনো মটরস্ট্যান্ডে উচ্ছেদ অভিযানস্থল পরিদর্শন করেন। 
    প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন এইভাবে উচ্ছেদ না করে কথা বলা যেতো। ঘটনাটিকে তিনি অগণতান্ত্রিক হিসেবে আখ্যা দেন। এদিন বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী ও রতন ভৌমিক। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন সরকারী জায়গায় গড়ে ওঠা রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলির কার্যালয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে। সোমবার(৭মে) পুরনো মটরস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চলে। 
           
    3/related/default