আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফেনী ব্রিজের কাজ দ্রুত শেষ করতে চান মুখ্যমন্ত্রী

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ সাব্রুমের ফেনী নদীর উপর ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়ে গেলে ত্রিপুরা বাণিজ্যিক দিক থেকে এক অভাবনীয় সাফল্যের মুখোমুখি হবে। এই ব্রিজ নির্মাণের ফলে বাংলাদেশের ভেতর দিয়ে মাত্র ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গোপসাগরের জলপথ ব্যবহারের সুযোগ মিলবে। এর ফলে বাণিজ্যিক ক্ষেত্রে আরও বেশী লাভবান হতে পারবে ত্রিপুরা রাজ্য। মঙ্গলবার(৮মে) প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত লেফুঙ্গা এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন এই বিষয়ে বিদেশ মন্ত্রণালয় সহ নীতি আয়োগের সাথেও বিস্তারিত আলোচনা হয়। সেখান থেকেও এই বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান। এই ব্রিজ নির্মাণের ফলে ত্রিপুরায় উন্নত বিজনেস হাব তৈরি হবে এবং বানিজ্যিক দিক থেকেও ত্রিপুরা অগ্রসর হবে তাই আগামী ডিসেম্বর' ২০১৯-এ এর নির্মাণকাজ সম্পন্ন করার কথা থাকলেও তার আগেই যাতে তা শেষ হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
         
    3/related/default