Type Here to Get Search Results !

সুরঝর্ণার উদ্যোগে মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা আগরতলায়

রাজ্যের গর্ব তথা রবীন্দ্রসঙ্গীত গুরু সমীরকান্তি দাস প্রতিষ্ঠিত সুরঝর্ণার উদ্যোগে কবিপ্রণামের অঙ্গ হিসেবে রবিবার(২৭মে) এক মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা উপভোগ করলো আগরতলা। এই অনুষ্ঠানে এক অনবদ্য পরিবেশনায় দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার উপস্থিত সবার মন জয় করে নেন। উল্লেখ্য এই অনুষ্ঠানে মনোজ মুরলী নায়ার ছাড়াও মনীষা নায়ার সঙ্গীতে অংশগ্রহণ করেন। 
এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সুরঝর্ণার উদ্যোগে ২৪মে থেকে ২৬মে পর্যন্ত তিনদিনব্যাপী একটি রবীন্দ্রসঙ্গীতের কর্মশালাও সংগঠিত করা হয়। কর্মশালাটি হয় আগরতলার যক্ষ্মা নিবারনী সমিতির মিলনায়তনে। বহু রবীন্দ্রসঙ্গীত প্রেমীরা এই কর্মশালায় যোগদান করেন। 
রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার এই কর্মশালা পরিচালনা করেন। এখানে আরও উল্লেখ্য, গত তিন বছর ধরে সংস্থাটি এইধরনের  আয়োজন করে আসছে। রবীন্দ্রসঙ্গীত গুরু সমীরকান্তি দাসের সুযোগ্যা কন্যা উপমা দাস ব্রহ্ম বর্তমানে সুরঝর্ণা পরিচালনা করছেন। 

২৭শে মে ২০১৮ইং             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.