আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুটি সীমান্ত হাট হচ্ছে ধলাই ও উত্তর জেলায়

    আরশি কথা
    আরশিকথা ডেস্কঃ
    বাংলাদেশের সাথে ভারত এবং ত্রিপুরার সম্পর্ক নিবিড় ও ঐতিহ্য বিজড়িত। দ্বাদশ বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে এই বিষয়টি গুরুত্ব পায় অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার বাজেট পেশ করা কালীন বক্তব্যে। তিনি বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্যের সুবিধার জন্য মনুঘাট ও মুহুরী ঘাট ল্যান্ড কাস্টমস স্টেশানস ইন্টিগ্রেটেড ডেভলাপমেন্ট কমপ্লেক্সকে উন্নিত করা হচ্ছে। ধলাই ও উত্তর জেলায় আরও দুটি সীমান্ত হাট স্থাপন করার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে উপলব্ধ সম্পদ যেমন রাবার, বাঁশ, চা, প্রাকৃতিক গ্যাস, ফল এবং সব্জি ইত্যাদির ক্ষেত্রে সর্বাধিক ভ্যালু এডিশনের লক্ষ্যে এগুলিকে ট্রাস্ট সেক্টরস হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
    এসব ক্ষেত্রে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশান ইনসেনটিভ স্কিম-২০১৭ এর আওতায় অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

    তথ্যঋণঃ দীপক দে, আগরতলা
               অতিথি সাংবাদিক, আরশি কথা
    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৯শে জুন ২০১৮ইং          
    3/related/default