আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কিমের হোটেল বিল দেবে কে?

    আরশি কথা
    আন্তর্জাতিক ডেস্কঃ
    উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্মেলন আয়োজনের প্রস্তুতি পুরো দমে চলছে। কিন্তু উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংকট নিরসনে ট্রাম্প ও কিমের অনুষ্ঠিতব্য বৈঠকের আগে এখনও একটা অদ্ভুত সমস্যার সমাধান বাকি রয়েছে। সম্মেলনের সাথে সংশ্লিষ্ট দু'জন জানিয়েছেন কিম জং উনের হোটেল বিল কে মেটাবে তা এখনও ঠিক করা হয়নি। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকা বলছ, অত্যন্ত গর্বিত, কিন্তু নগদ অর্থ খরচে অসমর্থ উত্তর কোরিয়া চায় অন্য কোনো দেশ কিমের পছন্দের হোটেল দ্য ফুলারটনে থাকার বিল দিয়ে দিবে। সিঙ্গাপুর নদীর তীরের নব্য-ধ্রুপদি ধাঁচের হোটেল ফুলারটনের প্রেসিডেন্সিয়াল সুইটে এক রাত থাকার খরচ ছয় হাজার ডলার। জুন ১২ তারিখে অনুষ্ঠিতব্য বৈঠকটি বাতিল করে দেয়ার পরপরই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান এটি পূর্বনির্ধারিত সময়েই হবে। শনিবার ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন তো অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন (আইক্যান) এই হোটেল বিল মেটানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী সংগঠনটি জানিয়েছে ওই পুরষ্কারে যে নগদ অর্থ তাদের দেয়া হয়েছে তা থেকে তারা এই অর্থ পরিশোধ করতে পারে। কোরীয় উপত্যকা শান্তি প্রতিষ্ঠা এবং পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবী গড়তে তারা সহায়তা করতে পারে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র কিমের হোটেলে থাকার খরচ দিয়ে দিতে রাজি আছে। কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছে এতে উত্তর কোরিয়া অপমানিত বোধ করতে পারে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকারীরা সিঙ্গাপুরকে ওই হোটেল বিল দিতে বলতে পারেন। এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনও মন্তব্য দেয়া হয়নি। ট্রাম্প বলেছেন, জুন ১২ তারিখের সম্মেলন উত্তর কোরিয়ার সাথে আলোচনার সূচনা মাত্র, এবং দুই দেশের মধ্যে আলোচনা দীর্ঘ দিন চলতে পারে। এমন ক্ষেত্রে বিভিন্ন স্থানে আয়োজিত বৈঠকে কিম ও উত্তর কোরিয়ার নেতাদের হোটেল বিল সমস্যার সমাধান করতে হবে যুক্তরাষ্ট্রকে।

    বাংলাদেশ ব্যুরোর সৌজন্যে
    ৩রা জুন ২০১৮ইং
    3/related/default