আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের নতুন ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক আজ

    আরশি কথা

    ক্রীড়া প্রতিবেদকঃ
    ভারতের উত্তর প্রদেশের দেরাদুনে আজ একটি নতুন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হতে যাচ্ছেদেরাদুনের রাজীবগান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আফগানস্তানের মধ্যকার তিনটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামের যাত্রা শুরু হবে 
     ভারত ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি হলেও উত্তর প্রদেশের মানুষগুলো এতোদিন নিজেদের মাঠে বসে আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করার সুযোগ পায়নি এই সিরিজের মধ্য দিয়ে দেরাদুনবাসীর সেই প্রত্যাশা এবার পূরণ হবে উপলক্ষ্যে দেরাদুন শহরে দেখা মিলেছে এক সাজ সাজ উৎসবমুখর পরিবেশের এরই মধ্যে দেরাদুনে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্টেডিয়ামের মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে 


    এখনো পর্যন্ত এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ না গড়ালেও ২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠের পানি নিষ্কাষণ ব্যবস্থা খুবই উন্নত মানের২৩৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে ইতিহাসের সাক্ষী হতে দেরাদুনবাসী মুখিয়ে আছেকেননা খেলা শুরু হওয়ার আগেই অনেক  টিকিট ইতোমধ্যেই  দর্শকরা কিনে নিয়েছে
     শুধু দর্শক নয়, এই শুভক্ষণের সাক্ষী হতে মুখিয়ে আছে দুটি দেশওবাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে কে হবে প্রথম জয়ের সাক্ষীকাদেরই বা  নাম লেখা হবে ইতিহাসের পাতায়
    বাংলাদেশ ডেস্ক,আরশি কথা 
    ৩রা জুন ২০১৮ইং



    3/related/default