Type Here to Get Search Results !

১২ জুন বিভিন্ন ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত বাম যুবসংগঠনগুলির

তন্ময় বনিক,আগরতলাঃ
বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আক্রমণ শানালো বাম যুবসংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ডিওয়াইএফআই এর সর্বভারতীয় নেতা অভয় মুখার্জি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, গত ৩ মার্চের পর থেকে ছাত্রযুব অর্থাৎ তরুণ প্রজন্মের উপর আক্রমণ বেড়ে গিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, অপহরণ করে খুন, হামলা, অগ্নিসংযোগ এর মতো ঘটনাও ঘটছে। ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ রাজ্যস্তরীয় নেতা পঙ্কজ ঘোষ, নিত্যানন্দ বর্মণের উপর হামলার প্রসঙ্গ টানেন তিনি। অসংখ্য কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রী মুখার্জি। তিনি আরও বলেন, কর্মীরা বাড়িছাড়া হয়ে আছেন। রুটিরুজির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে বর্বরোচিত আক্রমণ বন্ধ না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দাবি জানান দোষীদের গ্রেপ্তারের। অন্যথায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। বুধবার(৬জুন) মেলারমাঠ ছাত্রযুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীও ছিলেন। তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নিয়েও অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, নতুন সরকার এসেছে তিনমাস হতে চলেছে। অথচ কোনও একটি মন্ত্রিসভার বৈঠকে নতুন নিয়োগের কথা বলা হচ্ছেনা। আনারসের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যের আনারস বাইরে যাক তা আমরাও চাই। কিন্তু তা দিয়ে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান কিভাবে হবে? বিজেপি'র দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুবকদের কাজ দেওয়ার দাবি জানান তিনি। তিনমাসেই বিজেপি'র প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আগামী ১২ জুন এসমস্ত বিভিন্ন ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ঐদিন বিকাল তিনটায় ছাত্রযুব ভবনের সামনে থেকে মিছিল বের হবে। তাছাড়া মহকুমাগুলিতেও প্রতিবাদে অংশ নেবেন সংগঠনের কর্মীরা। অমলবাবু স্বীকার করেন বিগত তিনমাসে তাদের আন্দোলন বিভিন্নভাবে বাঁধাপ্রাপ্ত হয়েছে। কৌশলগত কারণেই সংগঠন বিগত দিনগুলিতে আন্দোলন কর্মসূচী হাতে নেয়নি বলে জানান তিনি। এতদিন নিজের ঘর গোছাতে এবং আক্রান্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই ব্যস্ত ছিলেন তারা।

ছবিঃ সৌজন্যে নবারুণ দেব
৬ই জুন ২০১৮ইং
                

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.